[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪ ১:৪৬ পিএম

ফাইল ছবি

শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জুবায়দুল আলম জানান, নকলা থেকে শেরপুরগামী একটি সিএনজি এবং কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস ভাতশালা এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে সিএনজিটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজির চালকসহ পাঁচজন প্রাণ হারান। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।


দুর্ঘটনার পর বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। ওসি জুবায়দুল আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর