পঞ্চগড়ে অনুষ্ঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে।
তিনি বলেন, এই কমিটি কোনও রাজনৈতিক প্ল্যাটফর্মের অংশ নয় এবং ভবিষ্যতেও এমনটি থাকবে না। আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক, জাতীয় নাগরিক কমিটি তাদের জন্য একটি ‘প্রেসার গ্রুপ’ হিসেবে কাজ করবে এবং দেশের লিডারশিপ তৈরির দায়িত্ব পালন করবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, "শেখ হাসিনা গত ১৬ বছরে কিছু উল্লেখযোগ্য অবকাঠামো উন্নয়ন করেছেন, যেমন মেট্রোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেল। তবে, একটি দেশের উন্নতি শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে হতে পারে না। সরকারের একাধিক টার্মে এসব প্রকল্পের মাধ্যমে অবকাঠামোগত উন্নতি হলেও, এর সঙ্গে বিভিন্ন অপকর্মও চলে এসেছে। যখন কোনো সরকার একটি বৃহৎ প্রকল্পকে অপব্যবহার করে লুটপাটের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, তখন তা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।"
তিনি আরও বলেন, "গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠার মাধ্যমে নেতৃত্বের পরিসরে বিশাল ক্ষতি করেছেন। এই সময়কালে বাংলাদেশে কোনো কার্যকরী নেতৃত্ব তৈরি হয়নি; বরং তৈরি হয়েছে শেখ হাসিনার দাস ও দালাল, কিংবা কিছু নীরব দর্শক। আমি মনে করি, আগামীর বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলোর উন্নতি করতে হবে, তা শুধুমাত্র তখনই সম্ভব যখন সেখানে শক্তিশালী নেতৃত্ব থাকবে।"
সারজিস আলম বলেন, "লিডারশিপ শুধু রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না; আমাদের প্রতিটি খাতে লিডারশিপ তৈরি করা প্রয়োজন। এবং এই কাজটি করবে জাতীয় নাগরিক কমিটি, যা দেশের ভবিষ্যত উন্নয়নে অবদান রাখবে।"
এসময় তিনি আরও বলেন, "জাতীয় নাগরিক কমিটি শুধু একটি আন্দোলন নয়, এটি একটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে, যা আগামীর বাংলাদেশে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।"
এসআর
মন্তব্য করুন: