[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ওবায়দুল কাদেরের সহযোগী এমএ আজিজ আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩৯ পিএম
আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:১৫ পিএম

ফাইল  ছবি

চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত এমএ আজিজকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানার একটি দল নগরীর এসএস খালেদ রোডের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে তাকে আটক করে।

মঙ্গলবার তাকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার পুলিশকে হস্তান্তর করা হয়।

এমএ আজিজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এবং হাজিপুর হালিম কোম্পানির বাড়ি এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামে তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, “সোমবার রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে এমএ আজিজকে আটক করা হয়েছে। পরে তাকে বেগমগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর