কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় পুড়ে গেছে শত শত বসত ঘর ও অন্যান্য স্থাপনা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২:৪৫ টার দিকে কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মো. তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
স্থানীয়দের বরাতে তানহারুল ইসলাম জানান, দুপুরে আকস্মিকভাবে এক বসতঘরে আগুন লেগে যায়, যা মুহূর্তের মধ্যে ক্যাম্পের আশপাশের বসত ঘর ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও কাজ করেন।
প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ২:৪৫ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় প্রাথমিকভাবে ৫০০’র বেশি বসত ঘর ও অন্যান্য স্থাপনা সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: