[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

৫ আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪ ৮:০৩ পিএম

ফাইল  ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দিনে আবারও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সদর উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, "আপনারা কি সত্যিই পরিবর্তন চান, নাকি আবারও আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান?" এর পর তিনি আরও বলেন, "যেমন ৫ আগস্ট সবাই মিলে রাস্তায় নেমেছিল, ঠিক তেমনি আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে আমাদের অধিকার আদায়ের জন্য— ভোটের অধিকার, ভাতের অধিকার, ন্যায্য বিচার ও সামাজিক অধিকার পাওয়ার জন্য।"

মির্জা ফখরুল বলেন, "গত ১৫-১৬ বছর ধরে আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক কষ্ট ভোগ করেছি। এখন আমাদের একটাই দাবি— আমরা শান্তিতে থাকতে চাই, একটি সুষ্ঠু নির্বাচনে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই।"

আওয়ামী লীগের দুঃশাসনের কথা তুলে ধরে তিনি বলেন, "এখন আর জেলে যেতে হবে না, আমরা এখন এমন শান্তিতে আছি যে রাতে পুলিশ আমাদের বাড়িতে আক্রমণ করবে না। অন্তত, গত ১৫ বছর ধরে যা হয়েছে, সেটি আর হচ্ছে না।"

তিনি বলেন, "১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। লাখ লাখ শহীদের রক্তে অর্জিত এ দেশ আমাদের। স্বাধীনতার পর আমাদের আশা ছিল শেখ মুজিবুর রহমান সুন্দর, শান্তিপূর্ণ একটি দেশ তৈরি করবেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা আমরা পাইনি।"

মির্জা ফখরুল বলেন, "দুঃখজনকভাবে, আওয়ামী লীগ সেই দল, যার নেতা শেখ মুজিবুর রহমানকে মানুষ এত ভালোবাসতো, সে দলই এখন দেশের মানুষের ওপর চড়াও হয়ে গেছে। স্বাধীনতার পরপরই এই দলটি শুরু করেছে অত্যাচার ও নির্যাতন।"

তিনি আরও বলেন, "বিগত ৫০ বছর ধরে আমরা সংগ্রাম করেছি, শান্তির দেশ গড়ার জন্য। কিন্তু যখন ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আবার শুরু হয় অত্যাচার, নির্যাতন। গণতন্ত্রের নামে বাকশালি একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে।"

মির্জা ফখরুল আরও বলেন, "আমাদের দাবি, আমরা যে ১৫ বছর ধরে নিপীড়িত হয়েছি, সেই সময়েও আওয়ামী লীগ দেশের মানুষকে ভয় দেখিয়ে গণতন্ত্র হত্যা করেছে, নির্বাচনকে ধ্বংস করেছে।"

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আপনারাই হামলার শিকার হননি, সদরের প্রায় সাত হাজার আসামির বিরুদ্ধে ১০০টির বেশি মামলা করা হয়েছে। সারা দেশে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ৭০০ মানুষ গুম করা হয়েছে।"

তিনি জানান, "এই দেশ আমাদের, এটি কারো একক মালিকানায় নয়। আমাদের রক্ত ও ত্যাগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। এই মাটি, এই মানুষগুলো আপনাদের, আপনাদেরই রক্ষা করতে হবে।"

মির্জা ফখরুল আরও বলেন, "আমরা কারো প্রতি প্রতিহিংসা বা প্রতিশোধ নিতে চাই না। আমরা চাই সবাই মিলে একটি নতুন, উন্নত বাংলাদেশ গড়তে।"

জনসভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম শরীফ এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ দলের অন্যান্য নেতা ও নেতাকর্মীরা।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর