গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডের ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে শ্রমিক দল পরিচয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী শ্রমিক আন্দোলনের বাসন থানা শাখার নেতারা প্রতিবাদ জানিয়েছেন।
জানা গেছে, শ্রমিক দল পরিচয়ে কয়েকজন দুর্বৃত্ত চাঁদা তুলতে গেলে ইসলামী আন্দোলনের নেতারা বাধা দেন।
এ ঘটনায় ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন, চাঁদাবাজদের বাধা দেওয়ায় দলের নেতাদের ওপর হামলা চালানো হয় এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। রোববার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন এবং ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় এক রাজনৈতিক দলের বিপথগামী কর্মীরা গাজীপুরে ঝুট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও হয়রানির সিন্ডিকেট গড়ে তুলেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “এসব কর্মকাণ্ডের কারণে গাজীপুরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তিতে নেই। এ অবস্থার পরিবর্তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাঁদাবাজবান্ধব সদস্যদের প্রত্যাহার করে দক্ষ ও সাহসী কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।”
গাজীপুর সিটিতে চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাধারণ ব্যবসায়ী, ছাত্র-জনতা ও শান্তিকামী নগরবাসীকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এসআর
মন্তব্য করুন: