[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৪ পৌষ ১৪৩১

গাড়িচাপায় বুয়েট ছাত্র নিহত: ডোপ টেস্টে দুই আসামির মদপানের সত্যতা মিলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ পিএম

ফাইল  ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামির ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে তাদের ডোপ টেস্ট করা হয়, যাতে দুই জনের মদ্যপানের পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এরপর তাদের আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান জানান, ডোপ টেস্টের ফলাফল অনুযায়ী, দুই আসামি অ্যালকোহল গ্রহণ করেছিলেন এবং রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

গ্রেফতার তিন আসামির মধ্যে রয়েছেন প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০), যিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। অপর দুই আসামি হলেন মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী (১৯)। তারা সবাই শিক্ষার্থী।

মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে মোটরসাইকেলে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ এবং তার দুই সহপাঠীকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় মুহতাসিম ঘটনাস্থলেই নিহত হন এবং তার দুই বন্ধু আহত হন। আহতদের মধ্যে মেহেদী হাসান খান (২২) এবং অমিত সাহা (২২) চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর পুলিশ প্রাইভেটকারের চালকসহ তিনজনকে আটক করে রূপগঞ্জ থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, প্রাইভেটকার থেকে একটি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে।

এ ঘটনায় মুহতাসিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকালে আসামিদের আদালতে পাঠানো হয় এবং নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার আসামিদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান দাবি করেছেন যে, ব্রেক ফেল হওয়া কারণে দুর্ঘটনা ঘটেছে।

এখন, মামলার তদন্ত চলছে এবং আগামী রোববার শুনানি অনুষ্ঠিত হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর