[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

বিএনপির দু'পক্ষের গোলাগুলি, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:৩১ এএম

ফাইল ছবি

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় বিএনপি নেতা মো. লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তারা লাঠিসোটা ও দেশি-বিদেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যান চলাচল স্বাভাবিক হয়।

মোসাদ্দেক হোসেন পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, লালমিয়া মেম্বার এবং নরসিংদী সদর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা।

আহতরা হলেন- গুলিবিদ্ধ পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে মো. রনি (৩২), একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫), এবং মিজান মিয়ার ছেলে শুভ (১৯)।

নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। রাতের সংঘর্ষে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গোলাগুলি চালায়।

ওসি মো. নজরুল ইসলাম আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর