[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান হাবিব খান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪ ১১:১৬ এএম

ফাইল  ছবি

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আদনান হাবিব খান আদরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার হওয়ার পর সোমবার বিকালে তাকে পটুয়াখালী জেলার আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদনান হাবিব খান ছাত্রলীগের কেন্দ্রীয় উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত আহসান হাবিব খানের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. ওবাইদুল ইসলাম জানান, ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়, যার প্রধান আসামি আদনান হাবিব খান। ওই মামলায় ছাত্রলীগের ১৭ জন নেতার নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

পুলিশ জানায়, ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালী শহরের খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন আদনান। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলাটি দায়ের করে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর