রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি এই হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার এজাহারনামীয় আসামি।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত নেতার নাম মো. ইফতি হক সৌরভ, যিনি রাজবাড়ী শহরের বড়পুল এলাকার এনামুল হকের ছেলে এবং রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১৮ জুলাই বিকেলে রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা অবস্থান নিয়েছিলেন। ওই সময়, পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর নির্দেশনায় সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ এবং গুলি করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়, এতে অনেকেই গুরুতর আহত হন।
এ ঘটনায়, গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একজন শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় ইফতি হক সৌরভকে আসামি করা হয়।
এছাড়া, ৪ আগস্ট, রাজবাড়ী সরকারি কলেজ এবং ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে রাজবাড়ী টিএনটি এলাকায় জমায়েত হন। সেখানে, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক সদস্য আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রসহ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, যার ফলে অনেক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায়, ২৬ আগস্ট শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায়ও ইফতি হক সৌরভ এজাহারনামীয় আসামি ছিলেন।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, গত ১৩ ডিসেম্বর রাতে বড়পুল এলাকা থেকে ইফতি হক সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: