[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪ ৪:৫৭ পিএম

ফাইল  ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দণ্ডিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের জামিন মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ আদেশ দেন। এদিন আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন মিজানুর রহমান। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এ মামলার রায় ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর ঘোষণা করেন। রায়ে, সাংবাদিক শফিক রেহমান, দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং মিজানুর রহমান ভূঁইয়াসহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এরপর, আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিজানুরের সাজা এক বছরের জন্য স্থগিত করে।

মামলার অভিযোগ অনুযায়ী, বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও তাদের জোটভুক্ত অন্য দলের নেতারা একত্রিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার পরিকল্পনা করেন।

২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান পল্টন মডেল থানায় মামলা করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি পুলিশ আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালতে এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর