[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

গাজীপুরে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪ ১১:৫৭ এএম

ফাইল  ছবি

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে, মাহমুদ জিনসের কারখানার শ্রমিকরা ও কর্মকর্তা-কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যার ফলে এ পথে চলাচলরত পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধে শ্রমিকরা অভিযোগ করেছেন যে, তাদের এক মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিটসহ কারখানার কর্মকর্তাদের ৬ থেকে ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকদের দাবি, এসব পাওনা পরিশোধে কর্তৃপক্ষ প্রতিনিয়ত টালবাহানা করছে, যার ফলে তারা বাধ্য হয়ে সড়কে নেমে প্রতিবাদ জানাচ্ছেন।

শিল্প পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, "শ্রমিকরা তাদের বকেয়া বেতন, ছাটাই হওয়া শ্রমিকদের পাওনা এবং অন্যান্য দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের পাওনা ২৫ কোটি টাকা পরিশোধের তারিখ ছিল আজ (বৃহস্পতিবার)। আমরা বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।"

এদিকে, বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের দাবির পূর্ণাঙ্গ পরিপালন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর