[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, নিহত এক আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ৭:০২ পিএম

ফাইল  ছবি

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ওই দিন সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন। এরপর তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে সাইফুল ইসলাম আলিফ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, সংঘর্ষে আহত আরও ১৯ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে কেউ গুরুতর আহত নন এবং সবাই আশঙ্কামুক্ত। আহতদের মধ্যে কয়েকজনের মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত সনাতনীরা আদালত প্রাঙ্গণে পুলিশের প্রিজনভ্যান আটকিয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরা আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন, এবং পরে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর