[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

সব সংস্কার অন্তর্বর্তী সরকারের দ্বারা সম্ভব নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪ ৫:৫৯ পিএম
আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ৬:১৭ পিএম

ফাইল  ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছেন।

বিএনপির কাঁধে দেশের জনগণের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা রয়েছে। তাই নেতাকর্মীদের তাদের আচরণ জনগণের প্রত্যাশা অনুযায়ী রাখতে হবে এবং নিজেদের প্রস্তুত করতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত বিএনপির সম্মেলনে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, "অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে জনগণ কী চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং সব সংস্কার অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সম্ভব নয়।

তারা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এরপর নির্বাচিত সরকার বাকী সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে।" তিনি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "এদেশে ফ্যাসিবাদের সূচনা করেছেন শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে এ দেশে হত্যা, লুণ্ঠন এবং অপরাজনীতি শুরু হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়।"

ফখরুল ইসলাম আরও বলেন, "ফ্যাসিস্ট শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনা গত ১৭ বছর ধরে দেশের জনগণের উপর অবৈধভাবে ক্ষমতা কায়েম করে গণতন্ত্র হত্যা করেছেন। তিনি দেশকে এক বড় অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছেন, যেখানে অসংখ্য খুন, গুম, ব্যাংক লুট এবং দুর্নীতির অবস্থা ছিল।"

তিনি দ্রুত জাতীয় নির্বাচন দাবি করে বলেন, "দেশকে দেশি-বিদেশি চক্রান্ত থেকে রক্ষা করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। তবে, এর জন্য অবিলম্বে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।"

সম্মেলনে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, এরপর পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন জেলা বিএনপির নেতা ওয়াহেদুজ্জামান বুলা।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন।

জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহ-সভাপতি শামসুজ্জামান দুদু, অ্যাড. নিতাই রায় চৌধুরী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগের সহ-সভাপতি বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ।

সম্মেলনের এক পর্যায়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিবারের হাতে তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়, যারা শেখ হাসিনার শাসনামলে নিহত হয়েছেন।

সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি হিসেবে একমাত্র প্রার্থী মাহমুদ হাসান খান বাবু নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তী সম্মেলনে ৮০৮ কাউন্সিলর ভোট প্রয়োগ করবেন।

এ সম্মেলনটি দীর্ঘদিন পর বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর