[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪ ৮:৩৮ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের হত্যার বিচার করা হবে এবং এর জন্য শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ড. ইউনূস এসব কথা বলেন। তিনি জানান, সরকারের পক্ষ থেকে শহীদদের পরিবারকে পূর্ণ পুনর্বাসন করা হবে, আর আহতদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবে।

প্রধান উপদেষ্টা বলেন, "এই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারগুলোর জন্য সরকার ৩০ লাখ টাকা করে অনুদান প্রদান করছে। যারা বুলেটের আঘাতে দৃষ্টি হারিয়েছেন, তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনা হবে। যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন, তাদেরও পাঠানো হবে। শহীদদের পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং চিকিৎসার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।"

তিনি আরও জানান, "‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ শুরু করেছে, এবং এর জন্য সরকারের পক্ষ থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এছাড়া, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় বিশ্বব্যাংকের কাছে ৫ মিলিয়ন ডলার বরাদ্দ প্রস্তাব পাঠিয়েছে।"

ড. ইউনূস সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, "সরকারকে ব্যর্থ করার জন্য এক মহাপরিকল্পনা চলছে। তাদের লক্ষ্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। যারা দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, তারা এখন দেশে ফিরে আসার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে।"

তিনি বলেন, "এরা সফল হলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব সংকটে পড়বে। আমাদের ঐক্যের মাধ্যমে তাদের সব প্রচেষ্টা প্রতিহত করতে হবে, ঠিক যেমনটা আমরা বন্দুকের গুলি, অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি।"

এছাড়া, প্রধান উপদেষ্টা সকলকে সাবধান থাকতে এবং দেশের উন্নতি ও নিরাপত্তার জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর