[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

নতুন নামে পুনরায় খুলল গাজীপুর সাফারি পার্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪ ১:৩৫ পিএম

ফাইল  ছবি

গাজীপুরের সাফারি পার্ক নতুন নামকরণ করে পুনরায় খুলেছে। পার্কটির নতুন নাম রাখা হয়েছে "গাজীপুর সাফারি পার্ক", আগের নাম ছিল "বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক"।

 গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ভাঙচুর ও লুটপাটের পর পার্কটি বন্ধ হয়ে যায়। প্রায় তিন মাস দশ দিন পর, এখন এটি নতুন করে চালু করা হয়েছে।

পার্কটি এখনো পুরোপুরি সংস্কার হয়নি, তবে সাময়িকভাবে পর্যটন মৌসুমের জন্য সীমিত পরিসরে এটি খুলে দেওয়া হয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ৫ আগস্টের ঘটনার পর পার্কের মূল ফটক ভেঙে, বিভিন্ন স্থানে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছিল। তিনি আশা করছেন, পার্কটি আবারও পর্যটকদের জন্য জনপ্রিয় হয়ে উঠবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, "আমরা পার্কটি চালু করেছি, তবে ইজারা প্রক্রিয়া এখনও চলমান। এর আগ পর্যন্ত বন বিভাগ পার্কটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে।"

৫ আগস্টের ঘটনায় সাফারি পার্কের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়, যার ফলে পার্কটি বন্ধ হয়ে যায়। এখন পার্কে বাঘ, ভালুক, সিংহ, হরিণ, বানর, জিরাফ, জেব্রা, সাপ, কুমির, হাতি, ময়ূর ও নানা প্রজাতির পাখি সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী রয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের চার হাজার ৯০৯ একর বনভূমি নিয়ে গঠিত এ সাফারি পার্ক। এর মধ্যে তিন হাজার ৮১০ একর এলাকা সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতায় রয়েছে, যা বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর