[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদের সহযোগীদের উপদেষ্টা পরিষদে থাকার অধিকার নেই : জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪ ১:১৭ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "ফ্যাসিবাদের সহযোগীদের উপদেষ্টা পরিষদে থাকা কোনোভাবেই ন্যায্য নয়।"

তিনি মন্তব্য করেন, "যারা দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়ে কাজ করেছেন, কিংবা যারা আমলা হিসেবে প্রশাসন ও বিচার বিভাগের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের আদর্শ বাস্তবায়ন করেছেন—এ ধরনের ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে থাকার নৈতিক অধিকার রাখেন না।"

শুক্রবার সকালে বাগেরহাট শহরের দশানী ঐতিহাসিক পচা দিঘির পাশে খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠে বাগেরহাট জেলা জামায়াত ইসলামের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, "বাংলাদেশে গত ১১ থেকে ১২ মাসে প্রায় সাড়ে ৭ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ফ্যাসিবাদের সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছেন, এমন তথ্য সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারি তথ্য ব্যবহার করে সত্যিকারের তথ্য সংগ্রহ করুন।"

এদিন, প্রায় ১৮ বছর পর বাগেরহাট জেলা জামায়াত ইসলামের রুকন সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন এবং জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলীম, মনজুরুল হক প্রমুখ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর