[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪ ২:৩২ এএম
আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২:৩৭ এএম

ফাইল ছবি

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের কমপক্ষে আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই সংঘর্ষ হয়।

গত ১০ নভেম্বর কেন্দ্র থেকে ইমনদ্দোজা আহমদকে আহ্বায়ক ও মেহেদী হাসানকে সদস্যসচিব করে ৯৯ সদস্যের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তবে কমিটিতে স্থান না পাওয়া শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে। তারা কমিটি পুনর্গঠনের দাবি জানিয়ে মঙ্গলবার শহরে মানববন্ধন করে।

আজ নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। দুপুরে বঞ্চিত পক্ষ সেখানে উপস্থিত হলে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ইমনদ্দোজা আহমদ জানান, "কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। একটি পক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের স্থান পেতে চেষ্টা করছে। তাদের এ আক্রমণের সুষ্ঠু বিচার চাই।"

অপরদিকে, কমিটিতে স্থান না পাওয়া ওসমান গনি বলেন, "বৈষম্যের মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আমরা আমাদের দাবি তুলে ধরতে গিয়েছিলাম। তবে সেখানে আমাদের মারধর করা হয়, যা অগ্রহণযোগ্য।"

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, কমিটি গঠন নিয়ে সংঘর্ষের সৃষ্টি হলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর