[email protected] বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১৯ ভাদ্র ১৪৩২

খুলনায় পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬টি ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪ ১:৪৮ এএম

ফাইল ছবি

খুলনার বড়বাজার এলাকার স্টেশন রোডে বৃহস্পতিবার রাতে  পাটের বস্তার একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাত সোয়া দশটার দিকে জে জে ট্রেডার্স এবং আহসান উল্লাহ ট্রেডার্সের গোডাউনগুলোতে এই আগুন লাগে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে খুলনার বয়রা, টুটপাড়া ও খালিশপুর ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পাটজাত পণ্য হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লাগছে। রাত বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

ব্যবসায়ী নেতাদের মতে, এই অগ্নিকাণ্ডে দুটি দোকানের একাধিক গোডাউনে মজুদ থাকা কয়েক কোটি টাকার পাটজাত পণ্য পুড়ে গেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর