গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে কর্মজীবী মানুষজন চরম ভোগান্তির শিকার হন।
অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের দাবি, গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে।
দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে শ্রমিকরা অবশেষে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। শনিবার সকালে তারা কারখানার সামনে জড়ো হয়ে পরে মহাসড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
শ্রমিক রবিউল হাসান জানান, "দুই মাস ধরে বেতন দেওয়া হবে বলেও এখনো পাওনা পাইনি। আমাদের জন্য পরিবারের খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে।"
অপর শ্রমিক নাজমা আক্তার বলেন, "এপ্রিল থেকে কারখানা বন্ধ ছিল, সেপ্টেম্বর মাসে কারখানা খোলার পরও বকেয়া বেতন দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ বারবার তারিখ দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে অবরোধ করতে হয়েছে।"
এদিকে, গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শ্রমিকদের বেতন সংক্রান্ত সমস্যাটি সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
এসআর
মন্তব্য করুন: