[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

পার্বতীপুরে ৫ বিঘা জমির ফসল লুট, আহত ৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪ ৩:১৩ এএম

প্রতীকি ছবি

দিনাজপুরের পার্বতীপুরে পূর্ব দূর্গাপুর ঝুলুর ডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে পাঁচ বিঘা জমির ধান ও পটল লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় জমির মালিকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একই গ্রামের মহসিন আলী, মোছা. নাছরিন বেগম, মোছা. মশকুরা বেগম, মহাবুবার রহমান, ফায়েজ আলী, আবু মিয়া এবং মোছা. আঞ্জুয়ারা বেগমের সহায়তায় ভাড়াটিয়া বাহিনীর ২৫০ থেকে ৩০০ জন ধারালো অস্ত্র নিয়ে ৬৪৭২ ও ৬৪৫২ দাগের জমিতে উপস্থিত হয়। ভাড়াটিয়ারা প্রায় সাড়ে চার লাখ টাকার ধান ও পটল ট্রাক্টরে তুলে নিয়ে যায়।

জমির মালিক খাদেমুল ইসলাম ও তার পরিবার বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় খাদেমুল ইসলাম, তার স্ত্রী মোছা. সেলিনা বেগম এবং ভাই খায়রুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় খাদেমুল ইসলাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর