গাজীপুর মহানগরের কাশিমপুরের মাধবপুর উত্তর পাড়া এলাকার একটি ফ্ল্যাটের চারতলা থকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পরপরই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে।
বুধবার গভীর রাতে লাশ দুটি উদ্ধার করা হয়। সন্দেহভাজন হিসেবে মাহাবুব, শান্ত, জাহিদ ও বকুল নামের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা থানার চাঁদপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো. রাসেল হোসেন (২৩) এবং ভোলার চরভেদুরা গ্রামের জাফর আলীর ছেলে সুফিয়ান (২৪)।
তারা উভয়ে কাশিমপুরের মাধবপুর উত্তর পাড়া এলাকায় রেজাউল করিমের বাসায় ভাড়া থাকতেন এবং একটি কারখানার গোডাউনে প্যাকেজিংয়ের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাসেল ও সুফিয়ান দীর্ঘদিন ধরে রেজাউল করিমের বাসায় ভাড়া থেকে কাজ করছিলেন। মঙ্গলবার দিনভর তারা কারখানায় না যাওয়ায় কারখানার মালিক কেয়ারটেকার বকুলকে বিষয়টি জানান।
রাতে বকুল বাসায় এসে চারতলায় তাদের ঘরে গিয়ে তাদের গলাকাটা অবস্থায় লাশ দেখতে পান। এরপর কাশিমপুর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর
মন্তব্য করুন: