[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

গণপিটুনিতে সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগ্নে নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৪ ১২:৪৯ এএম

ফাইল ছবি

খুলনা মহানগরীর দৌলতপুরে গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগ্নে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪)।

সোমবার সকালে দৌলতপুরের আঞ্জুমান মসজিদ রোডে মাদকবিরোধী যৌথ অভিযানের সময় রূপম পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণের গণপিটুনির শিকার হন।

পরে যৌথবাহিনীর সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রূপম আঞ্জুমান মসজিদ রোডের বাসিন্দা শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।

যৌথবাহিনীর সূত্র জানায়, সোমবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনী রূপমকে চিহ্নিত করে, এবং তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। অভিযানে ২৭ বোতল ফেনসিডিল ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এর আগে রূপম মাদকদ্রব্যসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, দুই গ্রুপের মারামারিতে একজন আহত হন এবং যৌথবাহিনী তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদকসহ তিনটি মামলা রয়েছে বলে তিনি জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, রূপমের মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর