[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ৮:৩৭ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি সোলায়মান চৌধুরী, তার গাড়িচালক মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, তার পরিবারের সদস্যসহ বিএনপি ও জামায়াত-শিবিরের একাধিক নেতাকর্মী।

আহত সোলায়মান চৌধুরী অভিযোগ করে বলেন, তিনি বেতিয়ারা গ্রামে একটি নির্বাচনী সভায় ছিলেন। এ সময় পাশের হাটবাইর গ্রামে স্বেচ্ছাসেবক দল নেতা মিজান খানের বাড়িতে হামলার খবর পেয়ে সেখানে যাওয়ার পথে চৌধুরী বাজার এলাকায় সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালানো হয়। এতে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

অন্যদিকে, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবির দক্ষিণ শাখার সভাপতি রিফাতুল ইসলাম সানি দাবি করেন, ১১ দলীয় জোটের একটি জনসভা শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা গুলি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, আমিরে জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার সময় বিএনপির কয়েকজন নেতার নেতৃত্বে হামলার শিকার হন। এতে তাদের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর