ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন।
তিনি দাবি করেন, জামায়াতের আমির বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামী আদর্শের পরিপন্থী আচরণ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। অথচ জামায়াতের নেতারা মেয়েদের পাশে বসে ছবি তোলাকে স্বাভাবিক করে তুলেছেন। বয়োজ্যেষ্ঠ একজন নেতা প্রকাশ্যে বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তুলছেন, যা ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, দেশের অস্থির পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের জানমাল রক্ষায় মাঠে ছিল। করোনা মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে মৃতদের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছে সংগঠনের কর্মীরা। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানোই তাদের রাজনীতির মূল চেতনা। এ সময় তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মুফতি রেজাউল করিম অভিযোগ করেন, জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের যুক্তরাষ্ট্রে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গিবাদী সংগঠন হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। তিনি বলেন, প্রায় চার দশকের ইতিহাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গিবাদের কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি।
পরে বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলাম আজও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নয়। জামায়াত ইসলামি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আন্তরিক নয় বলেই তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কোনো যৌক্তিকতা নেই। সে কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফজলুল করিম শাহরিয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: