[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

রাঙামাটিতে রেড ক্রিসেন্টের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ২:৫৭ এএম

রাঙামাটিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় একটি ফার্স্ট এইড ও রেড ক্রিসেন্ট ভিত্তিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি হর্টিকালচার সেন্টারের আয়োজনে কর্মশালায় প্রশিক্ষণে হর্টিকালচার সেন্টারের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অংশগ্রহণকারীদের জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান, মানবিক সহায়তার কার্যক্রম এবং রেড ক্রিসেন্টের মৌলিক নীতিমালা ও কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।


উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাহবুবুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মইনুল ইসলাম পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি ইউনিটের যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুব রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের উপ-যুব প্রধান-২ মো. ফাহিম উদ্দীন এবং আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম।


বক্তারা বলেন, প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা ও দক্ষতা অর্জন দুর্যোগ কিংবা জরুরি সময়ে দ্রুত সহায়তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর