হাতিয়া উপজেলা বিএনপির নেতারা দাবি করেছেন, এনসিপিতে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন- এমন বক্তব্য দিয়ে হান্নান মাসউদ জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন।
তারা এ বক্তব্যকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিয়া বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
সেখানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আবদুল হান্নান মাসউদ দাবি করেন, বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন।
তবে বাস্তবে তার নিজ দলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীও সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করা হয়।
যাদের বিএনপির সদস্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, তারা প্রকৃতপক্ষে বিএনপির কেউ নন বলেও দাবি করেন তিনি। তাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন বলেও মন্তব্য করেন।
মাসউদুর রহমান বাবর আরও বলেন, এনসিপির পক্ষে ৯০ শতাংশ ভোট পাওয়ার যে দাবি করা হয়েছে, তা অযৌক্তিক।
এমন বক্তব্য নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার ইঙ্গিত দেয় বলে তিনি অভিযোগ করেন।
সন্ত্রাসীদের সহায়তায় কেন্দ্র দখলের পরিকল্পনার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের গুজব ও বিভ্রান্তির বিরুদ্ধে বিএনপি সবসময় অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।
সংবাদ সম্মেলনে উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রব, যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব মো. ফরহাদ মাহমুদ এবং দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: