নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া জামায়াতের নারী কর্মীদের ওপর বাধা ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মুড়াপাড়া বাজারে জামায়াতের স্থানীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
তিনি বলেন, দেশে মোট ভোটারের অর্ধেকই নারী। সে কারণে নারী ভোটারদের কাছে পৌঁছাতে নারী কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভুলতা এলাকার ছোনাব এলাকায় জামায়াতের নারী নেত্রীরা প্রচারণা চালাতে গেলে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়, প্রচারণায় বাধা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
রূপগঞ্জ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, ভুলতা এলাকার ছোনাব গ্রামে জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে মতবিনিময়ে গেলে বিএনপির কয়েকজন কর্মী—আলমগীর, আনোয়ার ও সামাতুল্লা—তাদের প্রচারণায় বাধা দেয়।
এ সময় তারা অশালীন ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেয়। এমনকি ভবিষ্যতে এলাকায় দেখলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর জামায়াতের আমির মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: