[email protected] শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২

কটিয়াদীতে আখতারুজ্জামান রঞ্জনের নেতৃত্বে বিএনপির দুই শতাধিক নেতা কর্মীর জামায়াতে যোগদান

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ১২:৫২ এএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সাবেক বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মেজর রঞ্জনের নিজ বাসভবনে এই যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় তার উপস্থিতিতে আগ্রহী ব্যক্তিরা জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর থেকেই মেজর রঞ্জন সংগঠনটির কার্যক্রমে সক্রিয় হন। পরবর্তীতে তিনি ঢাকাসহ নিজ নির্বাচনী এলাকায় জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করে আসছেন।


তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি সম্প্রতি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর আয়োজিত একটি নির্বাচনী জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।


মেজর রঞ্জনের আহ্বানে সাড়া দিয়ে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুইজন সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণির মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দেন।


এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও জনগণের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন।

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, “দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব জরুরি। সেই বিশ্বাস থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষকে আহ্বান জানিয়েছি।


অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেজর রঞ্জন জানান, ইনশাআল্লাহ আগামীকাল বিকেলেও এই যোগদান কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর