ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষীকোল বাজারে এসে পথসভায় রূপ নেয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবং উপজেলা ও বড়াইগ্রাম পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা এডভোকেট শরিফুল হক মুক্তা, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, অধ্যক্ষ ইসাহক আলী, বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র ইসাহাক আলী, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোস্তায়েদুল হক বুলু, যুগ্ম আহ্বায়ক ইমান আলী প্রমুখ।
এছাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, বড়াইগ্রাম পৌর যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলামসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
পথসভায় বক্তব্যকালে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ বলেন, অতীতে বিএনপি সরকার দেশের উন্নয়নে নানা গুরুত্বপূর্ণ কাজ শুরু করলেও কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিজয় অর্জনের মাধ্যমে সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: