[email protected] শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২

বাজিতপুরে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, মালিকসহ দগ্ধ ৪

বাজিতপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ৬:২৪ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পাম্প থেকে লরিতে তেল স্থানান্তরের সময় বৈদ্যুতিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে

এতে পাম্প মালিকসহ চারজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার ওই পেট্রোল পাম্পে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নেওয়ার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।
দগ্ধ ব্যক্তিরা হলেন— রাজিব (৩৫), হারুন (৪৫), রহমত উল্লাহ (৪০) ও রিয়াদ (৪০)। তাদের মধ্যে রাজিব ও হারুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


দগ্ধ রাজিবের শ্যালক শরীফ জানান, আগুন লাগার পর চারজনই মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়।


জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, রাজিবের শরীরের প্রায় ৮০ শতাংশ, হারুনের ৬০ শতাংশ, রহমত উল্লাহর ১৫ শতাংশ এবং রিয়াদের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।


চিকিৎসক আরও জানান, গুরুতর দগ্ধ হওয়ায় রাজিব ও হারুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের অবস্থা এখনও সংকটাপন্ন।

অপর দুইজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে তাদেরও আইসিইউতে স্থানান্তর করা হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর