হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে দেখতে গেছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে অ্যাডভোকেট ফজলুর রহমান অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে প্রথমে হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে মত দেন।
শুক্রবার সকালে জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের খোঁজখবর নেন।
এ সময় তিনি তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় সংশ্লিষ্ট নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: