[email protected] শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২

কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতকে সমর্থন, প্রার্থিতা প্রত্যাহার খেলাফত মজলিসের

কটিয়াদি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ৯:২৩ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহরিয়ার জামান রানা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জোটগত সমঝোতার অংশ হিসেবেই তিনি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় জোটের শরিক হওয়ায় জোটের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে খেলাফত মজলিসের প্রার্থী নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নেন।


এ বিষয়ে শাহরিয়ার জামান রানা বলেন, বৃহত্তর ঐক্য ও জোটের সামগ্রিক স্বার্থ বিবেচনায় রেখেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, ইসলামী আদর্শ ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী দিনে জোটভুক্ত দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার রয়েছে তার।


উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ সংসদীয় আসনটি কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় নির্বাচনে জোটভুক্ত দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর