চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত কর্মকর্তার নাম মোতালেব।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ওই এলাকার ছিন্নমূল অঞ্চলে অভিযানের সময় এ ঘটনা ঘটে। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা গেছে, নিহত মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে এসে র্যাবে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার সময় সন্ত্রাসীদের গুলিতে আরও কয়েকজন র্যাব সদস্য আহত হন। পাশাপাশি তিনজন র্যাব সদস্যকে সন্ত্রাসীরা আটকে রেখেছে বলেও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের উদ্ধারে ওই এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব সদস্যরা জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশ করলে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে একাধিক সদস্য আহত হন এবং তাদের মধ্যে একজন পরে মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পরপরই সন্ত্রাসীদের গ্রেপ্তার ও জিম্মি র্যাব সদস্যদের উদ্ধারে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
এসআর
মন্তব্য করুন: