[email protected] শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২

ভাসমান শ্রমিক ও দরিদ্রের মাঝে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের শীতবস্ত্র বিতরণ

কটিয়াদি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ৮:০৯ পিএম

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জে শীতার্ত ভাসমান শ্রমিক ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে জেলার সাংবাদিকদের সংগঠন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম।

সংগঠনটির উদ্যোগে শ্রমিকের হাটসহ বিভিন্ন পেশার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের আখড়াবাজার মোড় এলাকায় অস্থায়ী শ্রমিকের হাটে জড়ো হওয়া ভাসমান শ্রমিকদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

একইসঙ্গে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, রিকশাচালক ও চায়ের দোকানে কর্মরত শ্রমজীবী মানুষদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এস কে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ ও চ্যানেল ওয়ানের প্রতিনিধি শরফ উদ্দীন জীবনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


প্রচণ্ড শীতের মধ্যে কম্বল পেয়ে স্বস্তির কথা জানান উপকারভোগীরা। রশিদাবাদ থেকে কাজের সন্ধানে আসা শ্রমিক আব্দুল মোতালেব বলেন, “ভোর থাইক্যা কাম পাইনের আশায় বইস্যা থাকি। ঠান্ডায় শরীর জমে যায়। এই সময় কম্বল পাইয়া অনেক উপকার হইছে।

একই অনুভূতির কথা জানান পৌরসভার কয়েকজন নারী পরিচ্ছন্নতা কর্মীও। তারা বলেন, “ভোর থাইক্যা রাস্তা ঝাড়ু দেই, খুব ঠান্ডা লাগে। কম্বল পাওয়াতে অনেক আরাম হইছে।


কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, সংগঠনের সদস্যদের সম্মিলিত উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও নিজেদের সামর্থ্য অনুযায়ী মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর