[email protected] শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২

কটিয়াদি ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

কটিয়াদি উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:৫১ পিএম

সংগৃহীত ছবি

বিশেষ দাওয়াতি ছাত্র সংযোগমাস উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলার স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী পরিষদ সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ।


কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সারোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।


বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী। একটি সুজলা-সুফলা ও শস্যশ্যামলা বাংলাদেশ গড়তে ইসলামী ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর