[email protected] শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
৩ মাঘ ১৪৩২

গাইবান্ধার তিন থানার মোড়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ, ভেঙে পড়ার আশঙ্কা

গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ৫:৪৪ পিএম

সংগৃহীত ছবি

গাইবান্ধা জেলার তিন থানার মোড় এলাকায় থাকা একটি গুরুত্বপূর্ণ সেতু চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সেতুটির মাঝের অংশে বড় ধরনের ফাটল ও গর্ত তৈরি হয়েছে, যার ফলে ভেতরের রড বাইরে বেরিয়ে এসেছে।

চলাচল বন্ধ না হয়ে যাওয়ার জন্য স্থানীয়রা নিজেরাই কাঠের তক্তা বসিয়ে অস্থায়ীভাবে পারাপারের ব্যবস্থা করলেও সেটি নিরাপদ নয় বলে জানিয়েছেন অনেকে।

এই সেতু দিয়ে প্রতিদিন গাইবান্ধা সদর, সাঘাটা ও পলাশবাড়ী উপজেলার অসংখ্য মানুষ যাতায়াত করে। বর্তমানে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছে।

রাতের বেলা কিংবা বৃষ্টির সময় দুর্ঘটনার সম্ভাবনা আরও বেশি বলে জানিয়েছেন এলাকাবাসী।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।


এলাকাবাসীর জোর দাবি, জনগণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সেতুটি দ্রুত সংস্কার অথবা নতুন করে নির্মাণ করে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা হোক। অন্যথায় যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা সতর্ক করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর