নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের একটি মাল্টা বাগানের ভেতরে স্থাপিত বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় ৫ কেভিএ ক্ষমতার একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র।
ট্রান্সফরমারটি মাল্টা চাষি মিজানুর রহমান (মাল্টা মিজান নামে পরিচিত) তাঁর বাগানের সেচ ও বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহার করতেন।
রোববার সকালে বাগানে গিয়ে খুঁটিতে ট্রান্সফরমার না দেখে বিষয়টি জানতে পারেন তিনি। এতে বাগানের সেচ কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে বলে জানান ভুক্তভোগী কৃষক।
তাঁর ভাষ্য, সেচ বন্ধ থাকলে বাগানের ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনার বিষয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এবং চোরচক্র শনাক্তে কাজ করছে।
উল্লেখযোগ্য যে, এর আগেও গত বৃহস্পতিবার দিবাগত রাতে একই ইউনিয়নের কুমরুল গ্রামের বিভিন্ন কৃষি জমি থেকে একযোগে পাঁচটি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটে। ফলে একাধিক জমিতে সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
একটির পর একটি চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এসআর
মন্তব্য করুন: