[email protected] মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
৩০ পৌষ ১৪৩২

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ৪:৫৯ এএম

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার থেকে সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হবে

সংগঠনটির দাবি, তাদের উত্থাপিত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।


বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দেশব্যাপী পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে একটি লিখিত নোটিশ জারি করে এ ঘোষণা দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, সব কোম্পানির উৎপাদন কেন্দ্র থেকে এলপিজি উত্তোলনও এ সময়ে বন্ধ থাকবে।
এ বিষয়ে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই সিলিন্ডার বিক্রি বন্ধ রাখা হবে।

তিনি জানান, একই দিন দুপুর ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে তাদের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। বৈঠকে দাবি মেনে নেওয়া হলে সরবরাহ পুনরায় চালু করা হবে, অন্যথায় কর্মসূচি অব্যাহত থাকবে।


এর আগে বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশন বৃদ্ধি, জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন সংগঠনটির নেতারা।

দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের ঘোষণা দেওয়া হয়।


পরবর্তীতে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরুর ঘোষণা দেয় এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর