[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় খুলনায় বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ২:৫২ এএম

সংগৃহীত ছবি

খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে দেশরত্ন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন এক নেত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতৃত্বই দেননি, তিনি গণতন্ত্রকামী মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছিলেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই বিএনপি ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এগিয়ে নেবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল আমাদের দায়িত্ব ও ভালোবাসার বহিঃপ্রকাশ।


অনুষ্ঠানে মহানগর বিএনপি, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশরত্ন বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।


দোয়া মাহফিল শেষে বক্তারা বলেন, দেশরত্ন বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর