উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) জেলার বদলগাছী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বুধবার সকালে নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি শীত মৌসুমেরও সর্বনিম্ন।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ৪ ডিগ্রি।
তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বহুগুণে বেড়েছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ, দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না। ফলে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
শহরের বরুণকান্দি এলাকার রিকশাচালক দবিরুল ইসলাম বলেন, “গত দুই দিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। শীতের কারণে মানুষ বাইরে বের হচ্ছে না, যাত্রীও কম। আয় কমে গেলেও পেটের দায়ে রিকশা চালাতে হচ্ছে।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক জানান, আকাশে মেঘের আধিক্য ও বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
তিনি বলেন, “জেলায় আজ ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বনিম্ন।”
এসআর
মন্তব্য করুন: