[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

নিজের নামে জমি নেই শিশির মনিরের, স্ত্রীর সম্পদ দ্বিগুণেরও বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১২:৩৩ পিএম

হলফনামায় প্রকাশ: শিশির মনিরের নামে জমি নেই, স্ত্রীর

নিচে খবরটির কপিরাইট-মুক্ত (সম্পূর্ণ নতুন ভাষায় পুনর্লিখিত) সংস্করণ দেওয়া হলো। এতে তথ্যের সারাংশ রাখা হয়েছে, কিন্তু মূল লেখার বাক্যগঠন বা ভাষা কপি করা হয়নি।
হলফনামায় প্রকাশ: শিশির মনিরের নামে জমি নেই, স্ত্রীর সম্পদের পরিমাণ অনেক বেশি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে প্রার্থী হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের আয়-ব্যয়ের তথ্য প্রকাশ পেয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, তার নিজের নামে কোনো জমি নেই; তবে তার স্ত্রীর নামে উল্লেখযোগ্য পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
হলফনামা অনুযায়ী, অ্যাডভোকেট শিশির মনিরের বার্ষিক আয় দেখানো হয়েছে ৫১ লাখ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে প্রায় সাড়ে ৯ লাখ টাকা এবং ব্যাংকে জমা আছে সামান্য পরিমাণ অর্থ। এছাড়া তার নামে একটি গাড়ি, কিছু ইলেকট্রনিক সামগ্রী এবং উপহার হিসেবে পাওয়া স্বর্ণালংকারের তথ্য উল্লেখ করা হয়েছে। তবে কোনো ধরনের জমি বা স্থাবর সম্পদ তার নামে নেই বলে তিনি ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হানের আয় ও সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। তার নামে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত রয়েছে। পাশাপাশি তিনি বন্ড ও ঋণপত্রেও বিনিয়োগ করেছেন বলে হলফনামায় উল্লেখ আছে। অস্থাবর সম্পদের মধ্যে একটি গাড়ি, ইলেকট্রনিক সামগ্রী এবং স্বর্ণালংকারের তথ্য দেওয়া হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো—তার স্ত্রীর নামে এক কোটিরও বেশি টাকার অকৃষি জমি রয়েছে, যা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণ অংশে শিশির মনির জানিয়েছেন, তার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হলেও সেটি বর্তমানে উচ্চ আদালতের আদেশে স্থগিত আছে। অপর মামলাটি এখনো তদন্তাধীন।
উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং এবারের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর