রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীতের প্রভাব এখনও
কমেনি। সকাল থেকেই অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে, যা আজ দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকায় শীতের অনুভূতিও একই রকম থাকবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী কয়েক ঘণ্টা পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল প্রায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল প্রায় ৮৮ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে প্রায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: