[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ২:০১ এএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭ মেয়াদ) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক কক্সবাজার ৭১–এর নির্বাহী সম্পাদক ও দৈনিক বায়ান্ন–এর কক্সবাজার প্রতিনিধি স. ম. ইকবাল বাহার চৌধুরী এবং দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি সরওয়ার আলম শাহীন যৌথভাবে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিবিএন–এর বার্তা সম্পাদক ইমাম খাইর।

এছাড়া সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভি–এর প্রতিনিধি হোবাইব সজীব। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দিদারুল করিম। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আপনকণ্ঠ–এর আলা উদ্দিন আলো এবং কক্সবাজার কণ্ঠ–এর কফিল বিন আমির।


রোববার (৪ জানুয়ারি ২০২৬) কক্সবাজারের নিরিবিলিস্থ সিবিএন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ভোটগ্রহণে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমাম খাইর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন সরওয়ার আলম শাহীন ও এম. দিদারুল করিম।

নির্বাচন চলাকালীন সময় থেকে ভোটার ও প্রার্থীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যায়।

ফলাফল ঘোষণার পর আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা করতালি, ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে বরণ করে নেন।

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কক্সবাজারে কর্মরত বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতারা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ও ফোরামের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর