বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৯টি জেলায়
বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আরও কিছুদিন থাকতে পারে। সংশ্লিষ্ট জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।
আগামী কয়েক দিন সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, নৌ যোগাযোগ ও সড়ক পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার ও সোমবার পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে। তবে মঙ্গলবার ও বুধবারের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে। নদী অববাহিকা এলাকায় কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর কুয়াশাজনিত ঝুঁকি এড়াতে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: