[email protected] শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
২০ পৌষ ১৪৩২

নোয়াখালীতে স্বর্ণের দোকানে চুরি, উধাও ১২০ ভরি স্বর্ণ

নোয়াখালী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ১২:০৪ এএম

সংগৃহীত ছবি

নোয়াখালীর মাইজদী শহরের একটি সুপার মার্কেটে অবস্থিত স্বর্ণের দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’ থেকে আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান কর্তৃপক্ষ।


দোকানটির মালিক মীর মোশারফ হোসেন। এ ঘটনায় পুরো এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


নিলয় জুয়েলার্সের পরিচালনাকারী ও মালিকের ছেলে মেরাজ হোসেন নিলয় জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান।

পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত আনুমানিক সাড়ে দশটার দিকে তিন থেকে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি দোকানের শাটারের তালা ভেঙে এবং কাচ ভাঙার মাধ্যমে ভেতরে প্রবেশ করে।

এরপর দোকানের ডিসপ্লেতে রাখা বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে তারা পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১২০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।


এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে চুরির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর