ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহলের মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তার ভাষায়, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রূপান্তর এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশাই বিদেশি পর্যবেক্ষক ও অংশীজনদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ধর্ম, জাতিগোষ্ঠী বা পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিক যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। মুসলমান, হিন্দু, পাহাড়ি ও বাঙালি—সবার জন্য সমান ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। এ জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রকে জানুয়ারি মাসের মধ্যেই সিসিটিভি নজরদারির আওতায় আনার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে জেলায় প্রায় ৮০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একইভাবে সারাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে এবং অনেক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা ব্যবহার করা হবে।
এ সময় তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও বাস্তবে একদলীয় শাসনের পথ বেছে নিয়েছিল। সে সময় দলীয় পরিচয় ছাড়া অনেক ক্ষেত্রে চাকরি পাওয়াও কঠিন ছিল বলে অভিযোগ করেন তিনি।
শফিকুল আলম আরও বলেন, দেশের বাইরে থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। পুলিশ সদস্য হত্যার সংখ্যা নিয়ে যেসব দাবি করা হচ্ছে, সেগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও তিনি মন্তব্য করেন।
পরিদর্শনকালে নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস ব্রহ্মচারী, তরুণ ভৌমিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: