ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সেচ মটরের ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।
বিশেষ করে রাজিবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বারবার এমন চুরির ঘটনায় সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষকদের উৎপাদন ব্যবস্থায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত রাত আনুমানিক ৩টার দিকে রাজিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘাগড়া এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে ডিপকল সেচের কাজে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমার চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের ক্ষমতা ছিল ৩০ কেভি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এলাকাবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজিবপুর ইউনিয়নের একাধিক স্থানে এর আগেও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এমনকি একই খুঁটি থেকে একাধিকবার ট্রান্সফরমার সরিয়ে নেওয়ার নজিরও রয়েছে। ফলে সময়মতো সেচ না পাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে।
ভুক্তভোগী সেচ গ্রাহকদের দাবি, বারবার পল্লী বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানানো হলেও কার্যকর সমাধান এখনো পাওয়া যায়নি। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছে, তবে চুরি রোধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তারা অভিযোগ করেন।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, এই ধরনের চুরি বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি এলাকাবাসীরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত প্রশাসনকে অবহিত করলে চোরচক্র শনাক্ত করা সহজ হবে।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা।
যথাযথ ব্যবস্থা নেওয়া হলে এলাকার সেচ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং কৃষকরা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এসআর
মন্তব্য করুন: