ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এ রুটে ফেরিগুলো চলাচল শুরু করে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাত থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাত আনুমানিক ৩টার পর দৃশ্যমানতা কমে গেলে দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে উভয় প্রান্তের বিভিন্ন ঘাটে একাধিক ফেরিকে নোঙর করে রাখতে হয়।
পাটুরিয়া অংশে ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষাশহীদ বরকত এবং ৪ নম্বর ঘাটে শাহ পরান ও এনায়েতপুরী অবস্থান নেয়।
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা নোঙর করে রাখা হয়। এছাড়া মাঝ পদ্মায় কুয়াশার কবলে পড়ে দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রীসহ রো-রো ফেরি কেরামত আলী এবং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর অপেক্ষমাণ অবস্থায় ছিল।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশা এতটাই ঘন ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের নৌযান কিংবা নদীর তীর স্পষ্ট দেখা যাচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুনরায় ফেরি চলাচলের অনুমতি দেওয়া হয়।
এসআর
মন্তব্য করুন: