[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ৮:২৩ এএম

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে

ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাত ১২টার পর থেকেই কুয়াশার প্রভাব বাড়তে থাকে, যার ফলে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। একপর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে চ্যানেলের বিকন বাতি ও দিকনির্দেশক চিহ্নগুলো দৃশ্যমান ছিল না। নিরাপত্তার কথা বিবেচনা করে রাত ২টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। আপাতত দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ যাত্রী ও যানবাহন চালকদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর